উত্তরার বিভিন্ন খাল ও লেকের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনঃখনন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিতে প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা মুহাম্মদ আফাজ উদ্দিন।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখননের দাবি জানিয়ে আফাজ উদ্দিন বলেন, উত্তরার বিভিন্ন খাল ও লেকের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা লেকগুলোর সৌন্দর্য নষ্ট করছে এবং পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনঃখনন, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিতে হবে। ক্ষুদ্র হকারদের...