ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আবারও পুনর্ব্যক্ত করেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এর আগে চলতি বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু হয়। তিনি বলেন, ‘আমি এই অধিবেশনের সামনে আবার ঘোষণা করছি, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি এবং কখনো করবে না।’ পেজেশকিয়ান অভিযোগ করেন, ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ইসরায়েল, অথচ শাস্তি পেতে হচ্ছে ইরানকে।’ দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র চায় না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ফরমানও সে দাবি সমর্থন করে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সন্দেহ প্রকাশ করে...