মিরপুরের ছিন্নমূল বণিক সমবায় মার্কেটের নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, গত ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমিতির ছয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি জানান, সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তারা সমবায় সমিতি আইন, ২০০১ মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসারের কাছে আবেদন করেন। এরপর জেলা সমবায় কার্যালয় থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয় এবং ১২০...