ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্লপ তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ বলে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভার থেকে উঠেছে ৪ রান। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার দ্বিতীয় বলেই ফিরলেন তানজিদ হাসান। ১২০ বলে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ঠিক আগের ম্যাচেই শ্রীলংকাকে ১৬৮ রানে আটকে দিয়ে রান তাড়া করে জয় পেয়েছে। সেই জয় এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখিয়েছে। আজ ভারতকে হারাতে পারলে স্বপ্ন বাস্তবে রূপ নিবে। টুর্নামেন্টের শুরু থেকে অপরাজেয় ভারত আজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বেশ চাপে ছিল। তিন ওভারে ভারতের লাগাম ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি...