নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তারহিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুদকও মামলা করেছে। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ...