নির্বাচনী প্রতীক হিসাবে শাপলাকে তালিকাভুক্ত করে বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধান সংশোধন পূর্বক শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তালিকাভুক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুকূলে তা বরাদ্দের আবেদন করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে এই আবেদন প্রেরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর এ আবেদন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। নির্বাচনী প্রতীক হিসাবে শাপলাকে তালিকাভুক্ত করে বরাদ্দের জন্য আবেদনে নাহিদ ইসলাম লিখেছেন, “এনসিপি বিগত ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পর থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের প্রতিনিধি দল নিয়মিত মতবিনিময়, বৈঠক ও...