বাংলাদেশ বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরের লড়াইয়ে ৩৭ বলে ৭৫ রান করে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন এই ওপেনার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে ১৬৮ রানে ভারতকে থামিয়েছে জাকের আলি অনিকের দল। বুধবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতেকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সূর্যকুমার যাদবের দল। উড়ন্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান করেন অভিষেক ও শুভমন গিল। ৬.২ ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙনে রিশাদ হোসেন। নবম ওভারের প্রথম বলে রিশাদের হাত ধরে আসে দ্বিতীয় সাফল্য। ৩ বলে ২ রান...