প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের ওপর নির্ভরশীল প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আমাদের অবশ্যই শুনতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, দারিদ্র্য কারও স্বপ্নের পথে বাধা হওয়া উচিত নয়। আর্থিক অন্তর্ভুক্তি এবং সম্পদের সুবিধা ন্যায়বিচারের হাতিয়ার।বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতি: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, যখন একজন নারী ব্যবসা শুরু করেন, যখন তরুণরা সৌর শক্তি তৈরি করে এবং আইটি অর্জন করে, যখন জনবসতির শিশুরা পুষ্টি এবং স্যানিটেশনের সুবিধাসহ স্কুলে যায়— রূপান্তর বাস্তব এবং স্থায়ী হয়ে ওঠে।ড. মুহাম্মদ ইউনূস বলেন, চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত প্রতিশ্রুতিগুলো অবশ্যই কার্যকর হতে হবে। এসডিজিগুলোর জন্য ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক বিনিয়োগের...