বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপের খসড়া তালিকা প্রকাশের পর আজ ২৪ সেপ্টেম্বর ছিল আপত্তি উত্থাপনের দিন। এদিন ৩০টি আপত্তি পত্র জমা পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও তামিম ইকবালের কাউন্সিলরশিপের বিপক্ষেও আপত্তি তোলা হয়েছে। তামিম ইকবাল এখনো ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। এমনকি তিনি যে ক্লাবের কাউন্সিলর হয়েছেন, সে ক্লাবের কোন পদ-পদবীতেও তার নাম নেই।এই অভিযোগে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, বুধবার দুপুরেই সে গুঞ্জন শোনা গেছে। আজ বিকেলে জাতীয় দলের এ সাবেক অধিনায়কের কাউন্সিলরশিপ নিয়ে সত্যি-সত্যিই প্রশ্ন তোলা হয়েছে। তার কাউন্সিলরশিপে আপত্তি জানিয়ে বলা হয়েছে, তামিম ইকবাল এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তিনি এখনো একজন রানিং ক্রিকেটার এবং একজন রানিং ক্রিকেটারের বোর্ড পরিচালনার দায়িত্বে আসার সুযোগ নেই। এমন নজিরও নেই। এছাড়া আপত্তিপত্রে...