ওপেনিং জুটিই ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল। অভিষেক শর্মা এবং শুভমান গিল মিলে ৬.২ ওভারে গড়ে তোলেন ৭৭ রানের জুটি। এই জুটির ওপর ভর করেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। ইনজুরির কারণে নেই অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। টস জিতে তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন ভারতীয়দের। ব্যাট করতে নেমে ৬.২ ওভার পর্যন্ত ৭৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন অভিষেক এবং শুভমান। ১৯ বলে ২৯ রান করে আউট হন শুভমান। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন অপর ওপেনার অভিষেক শর্মা। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো বইয়ে দেন তিনি বাংলাদেশের বোলার-ফিল্ডারদের ওপর। তার ইনিংস সাজানো ছিল ৬টি...