অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। রাজা ফিলিপ বলেছেন, “আমরা চিৎকার করছি, অনুরোধ করছি এবং দাবি করছি যে এই গণহত্যা এখনই বন্ধ হোক। বিশ্ব গাজায় নৃশংসতা থেকে চুপ থাকতে পারে না বা চোখ ফিরিয়ে নিতে পারে না। এগুলো ঘৃণ্য কাজ যা এই ফোরামের প্রতিনিধিত্বকারী সবকিছুর সম্পূর্ণ বিপরীত।” একইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে মানবিক প্রবেশাধিকার, হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজা ও অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৪...