২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাঁটা হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। একদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউক্রেনকে কয়েক হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই সঙ্গে অস্ত্রের জোগান দিতে হয়েছে। যদিও ভদ্রতা দেখিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও ইউক্রেনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে এড়িয়ে গিয়েছেন। দেখা করার জন্য মেলানিয়ার কাছে একাধিকবার সময় চেয়েছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি। কিন্তু তাতে সাড়া দেননি ট্রাম্প পত্নী। জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন জেলেনস্কি ও তার স্ত্রী জেলেনস্কায়া। সস্ত্রীক হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। যাতে এক ফাঁকে সৌজন্য সাক্ষাৎ হয় তার জন্য মার্কিন ফার্স্ট লেডির কাছে সময় চেয়েছিলেন জেলেনস্কায়া। কিন্তু...