বাংলাদেশ, নেপালের পর এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতে। আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে লাদাখে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এমনকি রাজ্যের রাজধানী লেহতে অবস্থিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এছাড়াও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আন্দোলনকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলের দপ্তরে ইটপাটকেল ছুড়ে মারার পর পরিস্থিতি আরও খারাপ হয়। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, শহরজুড়ে মোতায়েনকৃত পুলিশ ও আধাসামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। যুবকদের কয়েকটি দল একটি নিরাপত্তা বাহিনীর গাড়িসহ আরও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিজেপি কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালায়। তারা ভবনের ভেতরের আসবাবপত্র...