২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আবুলফজল জোহরাভান্দ জানিয়েছেন, রাশিয়ায় তৈরি এক ব্যাচ মিগ-২৯ যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে। তিনি আরও নিশ্চিত করেছেন, উন্নত সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং ধীরে ধীরে তা এগিয়ে চলেছে। সংবাদ সংস্থা তাস-এর বরাত দিয়ে দ্য কাস্পিয়ান পোস্ট এই খবর জানিয়েছে। রাশিয়ায় তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান একটি স্বল্পমেয়াদি সমাধান হিসাবে ইরানে পৌঁছেছে এবং বর্তমানে এটি শিরাজে রয়েছে। সু-৩৫ যুদ্ধবিমানগুলো দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ধীরে ধীরে আসছে। ইরানি এই সংসদ সদস্যের মতে, চীনা তৈরি এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। যদি এটি আংশিকভাবে সত্যও হয়, তবুও জোহরেভান্দের দাবি ইঙ্গিত দেয় যে, জুন মাসে ইসরায়েলের সাথে ১২...