নিজস্ব প্রতিবেদক: ২৪ সেপ্টেম্বর শেয়ারবাজারে সূচকের উত্থান এবং টাকার অংকে লেনদেন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দিনশেষে পাঁচটি খাতের সব কোম্পানির শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এই খাতগুলো হলো: সিমেন্ট, পাট, টেলিকমিউনিকেশন, ভ্রমণ ও অবকাশ, এবং তথ্য প্রযুক্তি। ডিএসইয়ের বাজার বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে সর্বাধিক দর বৃদ্ধির দেখা মিলেছে ইনটেক লিমিটেডে। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১% বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির দর বৃদ্ধির কারণে বিক্রেতা সংকটে হলে শেয়ারটি হল্টেড হয়ে যায়। আজ এখানে মোট ৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে। সিমেন্ট খাতের ৬টি কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম শীর্ষে। আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৬০ পয়সা বা ৩.০৪% বেড়ে ৫৪ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। দিনের শেষে এই...