অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ডজনেরও বেশি সাইট যুক্ত হতে পারে। ব্যাপক তর্ক-বির্তকের পর গত বছরের নভেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় ফেসবুক, স্প্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো রয়েছে। এবার এ তালিকায় হোয়াটসঅ্যাপ এবং রেডডিট, স্ট্রিমিং জায়ান্ট টুইচ এবং গেমিং প্ল্যাটফর্ম ফার্ম রোবলক্স সাইট যুক্ত হতে পারে বলে বুধবার দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট আরও ১৬টি কোম্পানিকে চিঠি লিখে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিরাপত্তা মূল্যায়ন করতে বলেছেন। যাতে তারা নতুন আইনের আওতায় পড়ে কি-না, তা নিশ্চিত করা যায়। আরও পড়ুনআরও পড়ুন৪ বছরে ক্রিয়েটরদের...