গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন।এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অরক্ষিত অবস্থায় বিপুল ব্যালটপেপার থাকার অভিযোগ করেছেন খান। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি এই বিষয়ে মন্তব্য করেন।অভিযোগে তিনি বলেন, ‘ঢাবি কর্তৃপক্ষ আজ নীলক্ষেতের ব্যালট পেপারের ঘটনাকে অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। কিন্তু আমরা বলছি, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না।’এর আগে নির্বাচনের দিন ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ভোটগ্রহণের সময় বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তোলেন, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।এবার আবিদুল ইসলামের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত বক্তব্য নতুন করে আলোড়ন...