রোগ নির্ণয় করতে পরীক্ষা-নিরীক্ষার আগেই তৈরি করা থাকত রিপোর্ট। তবে তার আগে লোক দেখানো নমুনা সংগ্রহ করা হতো। তারপর কয়েক মিনিটের মধ্যে রোগী কিংবা তার স্বজনদের হাতে তুলে দেওয়া হতো সেই ভুয়া রিপোর্ট। এভাবে রোগ নির্ণয়ের নামে ভয়ংকর প্রতারণা করা হচ্ছিল চাঁদপুর শহরের নিউ ইসলামিয়া প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে।দীর্ঘদিন ধরে চলা এমন অভিনব প্রতারণার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেখানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাজিরপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি এই প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পাশের পিয়ারলেস ডক্টরস পয়েন্ট এবং মেসার্স জাহাঙ্গীর খানে নামে আরো দুটি প্রতিষ্ঠানেও রোগ নির্ণয় সামগ্রীতে অনিয়ম ধরা পড়ে। তাই ওই দুটি প্রতিষ্ঠানকে আরো ১০ হাজার টাকা জরিমানা...