দেশের অর্থনীতির স্বার্থে ‘বিকেন্দ্রীকরণ’ ও ‘সমন্বিত কণ্ঠের’ আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার চট্টগ্রামে ‘বাংলাদেশ বিজনেস আউটলুক: দ্য প্রায়োরিটিজ অ্যাহেড’ শীর্ষক সংলাপে তারা এ আহ্বান জানান। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড ও পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংলাপ হয়। এতে কর ব্যবস্থা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সক্ষমতা বিষয়ে জরুরি সংস্কারের ওপর জোর দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চট্টগ্রামের জন্য ‘বৃহত্তর বিকেন্দ্রীকরণে’ বিশেষভাবে জোর দেন এবং বন্দর নগরীকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরীন মাহমুদ হোসেন সংলাপের সূচনা করেন এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পলিসি এক্সচেঞ্জের অর্থনীতিবিদ হাসনাত আলম স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির...