দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে খুশি হয়নি মিশর। দেশটির সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, মিশরকে রেখে সৌদি কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করলো? এই বিতর্ক শুরু হয় ১৬ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনের পর। ওই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষায় সমন্বয়ের জন্য একটি জোট গঠনের প্রস্তাব দেন। কিন্তু ঠিক তার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফের রিয়াদ সফরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর আক্রমণ হলে অন্য দেশও সেটিকে নিজের ওপর আক্রমণ হিসেবে গণ্য করবে। এর লক্ষ্য হলো- যৌথ প্রতিরোধ ক্ষমতা ও সামরিক সহযোগিতা জোরদার করা। সামাজিক যোগাযোগমাধ্যমে মিশরের অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সৌদি আরব...