বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দাতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষয়টি হত্যা নাকি স্ট্রোকজনিত মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত আমীর আলী দাতমন্ডল গ্রামের রফিজ আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ঢাকার কেরানিগঞ্জে সুজন মিয়ার ব্যাগের কারখানায় যান শাকিল। পরে সুজন মিয়ার কারখানার এক কর্মচারীকে লাঞ্ছিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও শাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজনকে মারধর করা হয়। এ ঘটনা কিছু দিন পর ঢাকা থেকে দুই জনই নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসেন। বাড়িতে এসে ঘটনাটি সামাজিকভাবে শেষ করার জন্য বুধবার বিকালে উভয় পক্ষ সালিশে বসে। সালিশ চলাকালেই উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সালিশ সভা থেকে ইটপাটকেল নিক্ষেপ...