প্রশ্ন হচ্ছে সিঙ্কহোল আসলে কী, এবং কেন ও কীভাবে এটি তৈরি হয়? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেখা যাক। সিঙ্কহোল কী?সিঙ্কহোল হচ্ছে ভূ-পৃষ্ঠের এমন একটি গর্ত, যা এর নিচের শিলাস্তর ধসে যাওয়ার কারণে তৈরি হয়। মাটির নিচের শিলাস্তরটি পানিতে দ্রবীভূত হলেই তৈরি হয় এমন গর্ত। এই শিলাস্তরটি প্রায়শই লাইমস্টোন বা চুনাপাথরের হয়ে থাকে, যা পানির প্রবাহে সহজেই ক্ষয়প্রাপ্ত হয় বা সরে যেতে পারে। সিঙ্কহোল কীভাবে তৈরি হয়?যেসব অঞ্চলের মাটির নিচে চুনাপাথর থাকে, সেখানে বৃষ্টির পানি এই পাথরের ফাটলগুলোতে জমা হতে থাকে। এই ফাটলগুলোকে বলা হয় ‘জয়েন্টস’। বৃষ্টির পানি জমে পর্যায়ক্রমে চুনাপাথর দ্রবীভূত হতে থাকে এবং এরই সাথে জয়েন্টসগুলো আরও চওড়া হতে থাকে। একপর্যায়ে মাটি অস্থিতিশীল হয়ে ধসে পড়ে বা দেবে যায়। এই ধস কোনো প্রকার পূর্ব‑সতর্কতা ছাড়া, আকস্মিকভাবে হয়ে থাকে।...