প্রবাসীদের ভোট বিষয়ে কয়েকটি বড় চ্যালেঞ্জ ইসির সামনে। জটিল হলেও এগুলোর সমাধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী ভোটের গোপনীয়তা রক্ষায় সচেতনতা বাড়ানোর কথা বলছেন তিনি। তবে কোনো আসনে কারো প্রার্থিতা বাতিল কিংবা ফিরে পাওয়ার ক্ষেত্রে বাতিল হবে প্রবাসী ভোট, এক্ষেত্রে কিছু করার থাকছে না ইসির। প্রবাসী ভোট নিয়ে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে, বুধবার নির্বাচন কমিশনের এই অনলাইন মতবিনিময় সভা হয়। এতে যোগ দেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। কমিশনার সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীরা ভোট দেবেন বিনামূল্যে। নভেম্বরের ৩য় সপ্তাহে উদ্বোধন হবে পোস্টাল ভোট বিডি অ্যাপ। প্রবাসীদের ভোট নিতে যান্ত্রিক ও জনবলের সংকট কাটানোর চেষ্টায় রয়েছে কমিশন।’ সানাউল্লাহ আরও বলেন, ‘পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রবনতা ৩০ শতাংশের নিচে। নির্বাচনের ওপর আস্থা হারিয়ে, তারা নিবন্ধন করা...