টি-টোয়েন্টি মানেই বোলারদের তুলোধুনা করো। ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা সেটাই করেছেন বাংলাদেশি বোলারদের সঙ্গে। শুরু থেকে যে আগ্রাসন নিয়ে ব্যাটিং করেছেন দুজন, মনে হয়েছিল রান ছাড়াবে ২০০-র ঘর। বাংলাদেশি বোলাররা নিজেদের গুছিয়ে নেন। টেনে ধরেন লাগাম। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮ রান। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জাকের আলী অনিক। লিটন দাসের অনুপস্থিতিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে ভারত তোলে ৭২ রান। ব্যাটিং ঝড় থামান রিশাদ হোসেন। ১৯ বলে ২৯ রান করা গিলকে বিদায় করেন রিশাদ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তানজিম হাসান সাকিব। ৭৭ রানে ভাঙে...