ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও বুরাইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব ওরফে পান্নু মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।মঙ্গলবার বিকালে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির ফুল তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।বিএনপিতে যোগ দেওয়ার পর আব্দুল ওয়াহাব বলেন, ‘আমি আগে কোনো দলে যোগ দেইনি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটল।’তবে তার এই দাবি নাকচ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, আব্দুল ওয়াহাব ২০১৭ সালে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম (ফরিদপুর-১ বিএনপির মনোনয়ন প্রত্যাশী)...