দুবাইয়ের গরমে মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছে হাত মেলানো নিয়েও আলোচনা। এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এগিয়ে এলেন বাংলাদেশের নবীন অধিনায়ক জাকের আলীর দিকে। দু’জনের হাসিমুখে হ্যান্ডশেক যেন অনেক বিতর্ককে ছাপিয়ে গেল।কিন্তু এখানেই ধরা দিল অন্যরকম বার্তা। কারণ পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে টানা দু’বার হাত মেলাতে অস্বীকার করেছিলেন সূর্যকুমার। প্রথমে গ্রুপ পর্বে, তারপর সুপার ফোরেও সেই একই দৃশ্য। অথচ ওমান কিংবা বাংলাদেশ—সব দলের অধিনায়কের সঙ্গে আগ্রহ নিয়ে হাত মিলিয়েছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তানকে ঘিরে কি তবে এক প্রকার ‘অঘোষিত বর্জননীতি’ অনুসরণ করছে ভারত?টসের আগে এই দৃশ্য যখন আলোচনায়, তখন মাঠে অবশ্য ফোকাস ছিল বাংলাদেশ দলের সিদ্ধান্তে। টসে জিতে ফিল্ডিং নেওয়ার ঘোষণা দেন জাকের। অন্যদিকে ভারতীয় ডাগআউটে গুঞ্জন ছিল মুস্তাফিজুর রহমানকে ঘিরে। ম্যাচ...