সাড়া পাওয়ার আশা কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নিতে জনপ্রতি ৭০০ টাকা খরচের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের যে অ্যাপ তৈরি করা হয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে তা উদ্বোধন করা হবে। বুধবার নির্বাচন ভবনে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ বিষয়ে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইনে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। পোস্টাল ব্যালটে ভোটের জন্য কমিশনের উদ্যোগের কথা তুলে ধরে সানাউল্লাহ বলেন, “এবার প্রবাসীদের ভোটপ্রতি সরকার ৭০০ টাকা ব্যয় করবে। কিন্তু পোস্টাল ব্যালটে নিবন্ধন ও ভোট দেওয়ার হার কম। ব্যয়বহুল হলেও যৌক্তিক বিবেচনায় পোস্টাল ভোটিং করা হচ্ছে; আর প্রত্যাশাকেও সীমিত রাখতে হবে।” পোস্টাল ব্যালটের বৈশ্বিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,...