বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে। আবদুল হাই শিকদার বলেন, ‘আমাদের সাংবাদিক ইউনিয়নে গাজীর মতো সাহসী নেতা আগের জামানায় দু-একজনকে দেখেছি। কিন্তু এই পর্বে তার মতো সাহসী মানুষ আসলে দেখিনি। আমরা সাংবাদিকতার ইতিহাস যখন লিখব, সাংবাদিকদের শৌর্য-বীর্য নিয়ে কথা বলব, তাদের অহংকার নিয়ে কথা বলব তখন নিশ্চয়ই রুহুল আমিন গাজীর নামটা উজ্জ্বলভাবে প্রতিভাত হবে। সাংবাদিকদের নেতৃত্ব দেওয়ার যে ট্র্যাডিশনাল লাইন, তার শেষ প্রান্তের প্রতিনিধি ছিলেন তিনি।’ তিনি বলেন, ‘রুহুল আমিন গাজী আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি। ভালো-মন্দ মিশিয়ে আমাদের সাংবাদিক ইউনিয়নের দুপক্ষের যে...