ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘের ৮০তম অধিবেশনে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার ভাষণে তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সময়ের ব্যবধান মাত্র। এছাড়াও তিনি জানিয়েছেন, ইসরাইলি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে তিনি ‘ক্ষুব্ধ’। এএফপি। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে জাপান এখনই সেই পথে হাঁটছে না। ইশিবা বলেন, ‘ইসরাইলি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিবৃতিতে আমি তীব্র ক্ষুব্ধ যা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে মনে হচ্ছে’। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য, প্রশ্নটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে কি না তা নয়, বরং কখন হবে তা। ইসরাইল সরকারের অব্যাহত একতরফা পদক্ষেপ কখনোই গ্রহণ করা যাবে না’। এরপর তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাধা সৃষ্টি করে এমন আরও পদক্ষেপ নেওয়া হলে,...