বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সদস্য পদ স্থগিত করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কমিটির সদস্যরা হলেন— বাগছাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, সিনিয়র সংগঠক নাঈম আবেদীন এবং সদস্য মোহাম্মদ আরশাদ হোসাইন।সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রতিষ্ঠানে দুদকের হানাইমতিয়াজ আহমেদ ইমতি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির আহ্বায়ক হন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। সেই কমিটি বিলুপ্ত হওয়ার পর তিনি বাগছাসের পদ পান।রংপুর নগরীর...