জাতীয় চ্যাম্পিয়নশিপে আরও একবার সাফল্যের হাসি হাসলেন মাবিয়া আক্তার। ৪১তম পুরুষ ও ১৮তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তলন প্রতিযোগিতায় মোট ২১০ কেজি তুলে সেরা হয়েছেন তিনি। হ্যান্ডবল স্টেডিয়ামে ৬৯ কেজি ওজন শ্রেণিতে বুধবার স্ন্যাচে ৯২ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তোলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাবিয়া। দ্বিতীয় হয়েছেন একই দলের উন্নতি বিশ্বাস। তবে মাবিয়ার চেয়ে অনেক পেছনে তিনি, মোট তুলেছেন মাত্র ১৪৪ কেজি। আর ১২৮ কেজি তুলে তৃতীয় বীর মুক্তিযোদ্ধা মজিবুর...