কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইনজেকশন নির্ধারিত মূল্যের প্রায় ১৩ গুণ বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা ও বিক্ষোভের মুখে বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মাসুদ পারভেজ বলেছেন, “এটি প্রিন্টিং মিসটেক।” এদিকে এ ঘটনায় পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের অপসারণ দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘নিপীড়িত নাগরিক সমাজ’। এ ছাড়া ‘কুমিল্লার ছাত্র-জনতা ও সচেতন এলাকাবাসী’র ব্যানারেও পরিচালক, তার প্রধান সহকারী দেলোয়ার হোসেন এবং বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কুমিল্লা মহানগর সভাপতি এম এম হাসানের অপসারণ দাবি করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে পাঁচ কোটি টাকার ওষুধ কেনা হয়।...