শিক্ষার্থীদের প্রয়োজনের সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভূমিকা রেখেছে। আগামীতেও অ্যালামনাই ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে থাকবে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।” অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “অনেক চড়াই-উৎরাই পার করে আজকে একটি প্রতিষ্ঠান ৭৭ বছর অতিক্রম করে এই জায়গায় পৌঁছেছে। যারা এই ঐতিহাসিক যাত্রায় অবদান রেখেছে, তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। “তুলনামূলক বিবেচনায় বর্তমান অ্যালামনাইয়ের নানা কর্মকাণ্ড দৃশ্যমান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে।” তিনি বলেন, “দলান্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমালোচনা সহ্য করেও সাবেকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকের রাজনৈতিক পরিচয় থাকলেও, কাজের ক্ষেত্রে পার্থক্য না রাখার...