২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও বাধ্যতামুলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবিরের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী, নোয়াখালী ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মাহবুব আলমসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, "শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে...