২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম বল হাতে শুরু আর শেষটা দারুণ হলো বাংলাদেশের। মাঝে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। এই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৯ রান। ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক। ১৯ বলে ২৯ রান করেন আরেক ওপেনার শুবমান গিল। দুজন মিলে স্রেফ ৬.২ ওভারে গড়েন ৭৭ রানের জুটি। ১১.১ ওভারে অভিষেক রান আউট হওয়ার পর ভারতের রানে ভাটা পড়ে। ২৯ বলে ৩৮ রান করে ইনিংসের শেষ বলে আউট হন হার্দিক পান্ডিয়া। ৩ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন একাদশে ফেরা রিশাদ হোসেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট...