অভিষেক শর্মা আর শুভমান গিলের ঝড় থামিয়ে ভারতের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশি বোলাররা। এতে ২০০ পার করার ইঙ্গিত দিয়েও ১৭০ এর ঘরে থেমেছে ভারত। বাংলাদেশের লক্ষ্য ১৬৯ রান। লক্ষ্য খুব একটা বড় নাহলেও দায়িত্ব নিয়ে খেলবে হবে বাংলাদেশের ব্যাটারদের। বিশেষত ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কঠিন পরীক্ষাই হয়তো দিতে হবে সাইফ হাসান-পারভেজ ইমনদের। পেস কিংবা স্পিন, দুই বিভাগেই শক্তিশালী বোলিং লাইন আপ ভারতের। স্পিনে কুলদীপ যাদব-বরুণ চক্রবর্তী-অক্ষর প্যাটেলরা আছেন দুর্দান্ত ফর্মে। চলতি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি কুলদীপ আর টি-টোয়েন্টির নাম্বার ওয়ান বলার বরুণ। পেস বোলিংয়ে ভারতের শক্তির নাম জাসপ্রিত বুমরাহ। যেকোনো ব্যাটারের জন্যই দুঃশ্চিন্তার কারণ তিনি। এমন সব বোলারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের।...