২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল মঙ্গলবার দেশের রাজধানী কারাকাসে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যা কাহিনী তৈরি করে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে জোরপূর্বক সহিংস পরিস্থিতি সৃষ্টি এবং পরিস্থিতি উত্তপ্ত করে একটি ‘বিপর্যয়কর যুদ্ধে’র হুমকি দিচ্ছে। সরকারের এক সংশ্লিষ্ট সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন অবস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ বাড়ছে। ভেনেজুয়েলার জনগণ সত্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা মিথ্যা, সহিংসতা ও অনৈতিক আচরণের বিরুদ্ধে লড়াই করে দেশের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতাকে ক্ষুন্ন করার যে কোন বিদেশি আগ্রাসণের মোকাবিলা করবে। ওই দিন কারাকাসে ব্যাপক বিক্ষোভ মিছিল বের হয়, যাতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তি রক্ষা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক হুমকির বিরোধিতা করার দাবি...