দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ইনিংসের শুরুটা দেখে মনে হচ্ছিল ২০০ পার না করলে অন্যায় হবে ভারতের। মাত্র ৬ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৭২ রান, অভিষেক শর্মা আর শুভমান গিলের ব্যাটে ঝড় তুলেছিল। কিন্তু একবার গিল ফিরতেই পাল্টাতে থাকে ছবিটা। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের দারুণ প্রত্যাবর্তনে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারত।অভিষেক শর্মা খেলেছেন ইনিংসের সেরা—৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ৬ চার ও ৫ ছক্কার ঝলক। তবে তার রানআউট ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। রিশাদ হোসেনের দুর্দান্ত ফিল্ডিংয়ে কাটা পড়ে এই ওপেনার। ততক্ষণে ২০০-এর স্বপ্নে ভাসছিল ভারতীয় ডাগআউট, কিন্তু অভিষেক ফিরতেই থেমে যায় রানের বন্যা।গিল (১৯ বলে ২৯)কে আউট করেছিলেন রিশাদই। এরপর প্রমোশন পেয়ে নামা শিবম দুবে মাত্র ২ রানে থেমে...