বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হবে— এমনটাই উন্নয়ন সহযোগীরা প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ইসির সঙ্গে উন্নয়ন সহযোগীদের ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়। সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অংশ নেন। মতবিনিময় সভা শেষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।সভাশেষে রাষ্ট্রদূতদের বরাতে ইসির অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ বলেন, ভবিষ্যতে একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা...