২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে নেশার টাকার দাবি পূরণ না করায় মাকে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড পুত্র। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলীরহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পালশা পাঠানপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী নুরবানু (৪৭)-কে তার পাষণ্ডপুত্র ওয়াজেদ আলী (২৩) নেশার টাকার জন্য পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় হাকিমপুর থানা পুলিশ ঘাতক ছেলে ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করেছে। হাকিমপুর থানার (ওসি) নাজমুল হক জানান, “ওয়াজেদ মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকার দাবি করতেন। টাকা না দিলে মারধর করত। মায়ের কাছে বিচার টাকার জন্য দাবি। টাকা না দিতে পারায় মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পাষণ্ডপুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।...