প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বার্ষিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ এখন সময়ের দাবি। চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। এটা অপরিহার্য। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অবশ্যই প্রান্তিক জনগণের কণ্ঠস্বর শুনতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি—দারিদ্র্য কোনো মানুষের স্বপ্নপূরণের অন্তরায় হতে পারে না। আর্থিক অন্তর্ভুক্তি এবং সম্পদের সুবিধা ন্যায়বিচারের হাতিয়ার। নারীরা ব্যবসা শুরু করলে, যুবসমাজ সৌরশক্তি ও তথ্যপ্রযুক্তিতে সুযোগ পেলে, কিংবা বস্তির শিশুরা পুষ্টি ও স্যানিটেশন সুবিধাসহ স্কুলে যেতে পারলে বাস্তব...