পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করে। এর পর ফের দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ দফা দাবিতে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের শান্ত করেন এবং বিদ্যালয়ে ফেরত পাঠান। এ সময় শিক্ষার্থীরা ইউএনওর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। অবরোধ প্রত্যাহারের পর দুপুর একটার দিকে...