শেখ হাসিনা বলেন, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। ম্যাসেজটা দিয়ে দিতে পারেন। হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে। ইনু ওপর দিয়ে সাউন্ড বোমা নিক্ষেপের ব্যাপারে ফের প্রশ্ন করলে, শেখ হাসিনা সম্মতিসূচক ‘হ্যাঁ’ বলেন। গত বছরের জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তা আরও কিছু জায়গায় পৌঁছে দেবার কথা-ও ইনুকে বলেন। এদিন, ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। জবানবন্দির সময় তিনি পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে...