বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। তিনি জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি দল কখনো আওয়ামী লীগের সঙ্গে যায়, কখনো বিএনপির সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের কোনো চরিত্র নাই। তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। বুধবার সকালে গাজীপুরের টঙ্গী তিলারগাতী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম’ সংযোজন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। সভায় তিলারগাতী হাজী এমএ গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক...