হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং ইউনিয়নের মিরাশি গ্রামের সম্ভাবনাময় ক্ষুদে প্রতিভাবান ফুটবলার জুনেল আহমেদ মহসিনের দায়িত্বভার নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী নায়ক আমিনুল হক বুধবার বিকালে উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠে জিয়া প্রীতি ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় আইনজীবী সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব কাউন্সিলর সফিকুর রহমান সিতু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজী আলী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বিএনপি নেতা...