চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ভিপিসহ ২০ জন প্রার্থী। এছাড়া চূড়ান্তভাবে মনোনয়ন বাতিল হয় ৪ জনের। চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবমিলিয়ে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছিলেন। তিনি আরও বলেন, যেসব মনোনয়নপত্রে ত্রুটি ছিল এগুলো নিয়ে আমরা প্রার্থীদের ডেকেছি। আমরা যাচাই-বাচাই করে চূড়ান্তভাবে ৪ জনের মনোনয়ন বাতিল করেছি। আর প্রার্থীদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেউ পড়ালেখার ক্ষতির আশঙ্কা থেকে, আবার কেউ পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে আমাদের জানিয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১...