চাঁপাইনবাবগঞ্জে জীবিত প্রাপককে মৃত দেখিয়ে প্রেরকের কাছে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো হতাশ হওয়ার পাশাপাশি অবাক হয়েছেন ওই গ্রাহকসহ অনেকে। প্রেরকের কাছ থেকে রোববার সরাসরি চিঠিটি হাতে পাওয়ার পর সোমবার তার সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি শেয়ার করেছেন। পেশায় সাংবাদিক ওই প্রাপকের নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এছাড়া বর্তমানে গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু বলেন, ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই সময় আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফকে এম লুৎফর রহমান আমার কাছে একটি রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠান। ওই চিঠির খামে ঠিকানার সঙ্গে আমার মোবাইল নাম্বারও...