৬ ওভারে বিনা উইকেটে ৭২ রান। আভিষেক শর্মা-শুভমান গিলদের এমন আগ্রাসী সূচনার পর ভারতের দুই শ রান পেরোনো মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু দুবাইয়ে আজ শুরুর দিকে বাংলাদেশের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ না নিতে পারলেও মাঝ ওভারে ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছে। প্রথম ১১ ওভারেই ১১২ রান তুলে ফেলা ভারতের বিপক্ষে ১২তম ওভার থেকে ১৭তম ওভার পর্যন্ত মাত্র ৩ উইকেট নিয়ে মাত্র ২৯ রান দিয়েছে বাংলাদেশ। যেন মেট্রোরেলে ছুটে চলা ভারতকে বিজয় সরণির জ্যামে নামিয়ে এনেছে! যদিও শেষ দিকে পান্ডিয়ার ব্যাটে রানের গতি কিছুটা বাড়িয়েছে ভারত, তবে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেষ ৮৪ বলে এক শ রানও করতে পারেনি ভারত। ওপেনার আভিষেকের ৩৭ বলে ৭৫ রানের ইনিংস ও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৮...