দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ৩০ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর এই আয়োজন হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, উৎসবের প্রথম দিন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’। যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবে মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা। সমাপনী দিন শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের শুরতেই ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে। অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন। সমাপনী সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেবেন তপন...