পিরোজপুরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন সাজানো-গোছানোর কাজ চলছে। তবে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় প্রতিমার সঠিক পরিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কায় তারা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মাত্র কয়েকদিন বাকি। পিরোজপুরের বিভিন্ন উপজেলার প্রতিমা তৈরি হলেও সদর উপজেলার পালপাড়ায় শত বছর ধরে চলছে প্রতিমা তৈরির উৎসব। পালপাড়ায় সরেজমিনে দেখা যায়, শেষ মুহূর্তের কর্মব্যস্ততায় সময় কাটছে প্রতিমা তৈরি কারিগরদের। দুর্গাপূজার মাত্র কয়েকদিন বাকি থাকায় কারিগরদের মাঝেও উৎসবের আমেজ বইছে। কারও হাতে কাদামাটি, কারও হাতে রংতুলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ততায় সময় কাটছে তাদের। কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিমা তৈরিতে যে পরিমাণ খরচ হয়, সে পরিমাণে পারিশ্রমিক পাওয়া যায় না। প্রতিমা তৈরির প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকগুণ বেড়ে যাওয়ায় হতাশায় দিন কাটছে তাদের। আসন্ন শারদীয়...